ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সমুদ্রপথে অবৈধভাবে জনশক্তি পাঠানো বন্ধের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৯ জুলাই ২০১৯

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে জনশক্তি পাঠানো বন্ধের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিষয়টি বন্ধ করার জন্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে বলেছে কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ কর করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, দিদারুল আলম, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. সাদেক খান অংশ নেন।

মালয়েশিয়া ও ব্রুনাইয়ের শ্রমবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। শ্রম বাজার যাতে আরও সম্প্রসারিত হয় এবং মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে বিদেশে যেতে পারে, সে বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ৩ লাখ ৪৫ হাজার প্রবাসী কর্মীর নার্সিং কেয়ার, নির্মাণ শিল্প, অটোমোবাইল ইত্যাদি ক্ষেত্রে জাপানে কর্মের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নতুন ধরনের ভিসা ট্যাটেটাস ঘোষণা দিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়লের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/জেডএ/জেআইএম

আরও পড়ুন