তারানা হালিমকে টেলিফোনে হুমকি
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তারানা হালিমের অফিসের টেলিফোন নম্বরে ফোন দিয়ে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে চলমান কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিষটি জানানো হলে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংস্থাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তারানা হালিমকে ফোন করে বলা হয়, ‘অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’
সূত্রটি আরো জানায়, প্রতিমন্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, স্বার্থ লঙ্ঘিত হওয়ায় প্রভাবশালী কোনো মহলের ইন্ধনে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক