ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুড়িগঙ্গা তীরের ৪৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৯ জুলাই ২০১৯

 

ঢাকার কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় বুড়িগঙ্গার তীরে ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শহরের চারদিকের নদীগুলোকে টেকসইভাবে দখল-দূষণমুক্ত করার জন্য ধারাবাহিক এ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আজ ছিল অভিযানের ৪০তম দিন।

মঙ্গলবার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে এ অভিযান চালানো হয়।

dhaka1

উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, অভিযানে সাত তলা ভবন ২টি, দোতলা ১টি, এক তলা ৫টি, আধা-পাকা ১২টি, টিনের ঘর ১৯টি, দোকান ৮টিসহ সর্বমোট ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই সঙ্গে ০.৫ একর অবমুক্ত জায়গা করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বাদামতলী থেকে শুরু করে সদরঘাট শ্যামবাজার হয়ে শ্মশানঘাট অভিমুখে বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এএস/এমএসএইচ/এমএস

আরও পড়ুন