স্বাস্থ্য সহকারীদের স্বতন্ত্র নিয়োগবিধিসহ পদমর্যাদা বৃদ্ধির দাবি
মাঠপর্যায়ে সহকারী স্বাস্থ্য কর্মীদের সকল বঞ্চনা রোধে স্বতন্ত্র নিয়োগবিধিসহ পদমর্যাদা বৃদ্ধি এবং জনবল দ্বিগুণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘১৯৮৫ সালে ১৫ আগস্ট স্বাস্থ্য সেক্টরে একটি বিতর্কিত নিয়োগবিধি প্রণয়ন করা হয়। সেই নিয়োগবিধিতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের জন্য ৬ষ্ঠ ও ৭ম পদমর্যাদার স্থলে ১৪, ১৫ এবং ১৬তম গ্রেড প্রদান করে ২৬ হাজার ৬’শ জনবল বহাল রাখা হয়।
এরপর দেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হলেও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়নি। এ সব কর্মীরা ২৮ বছরেও পদোন্নতিসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।’
স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য পরিদর্শকদের পদ ও নাম অপরিবর্তিত রেখ ২য় শ্রেণির পদমর্যাদা প্রদান করতে হবে এবং পদায়নকৃত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কদের নিয়মিতকরণসহ শূন্যপদ পূরণ করতে হবে।’
বাংলাদেশের কোটি কোটি শিশুর জীবন রক্ষার দায়িত্বে এই স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত উল্লেখ করে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হারুন অর রশীদ বলেন, ‘সারা দেশে ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র রয়েছে। সেগুলো ১ সপ্তাহ নয় মাত্র ২ দিন যদি বন্ধ রাখা হয় বাংলাদেশ কেঁপে যাবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান পান্না, সদস্য নাজমা আক্তার, জাকির হোসেন প্রমুখ।
আএসএস/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ