ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড়ি ভাড়া আইন সংস্কারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

এলাকা ভিত্তিতে বাড়ি ভাড়া নির্ধারণ করে বাড়ি ভাড়া আইন ১৯৯১ এর সংস্কারসহ ৫দফা দাবি জানিয়েছে জাতীয় ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচ আরপি) জনস্বার্থে হাইকোর্টের মাধ্যেমে একটি রিট আবেদন করেছিল তার প্রেক্ষিতে হাইকোর্ট যুগোপযোগী কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন এবং ৬ মাসের মধ্যে কর্যকর করতে বলা হয়েছে।

সকল ভাড়াটিয়াদের দাবিসমূহ এবং হাইকোর্টের নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি মুক্তার হোসেন খান ৫ দফা দাবি উপস্থাপন করেন।

দাবি গুলো হলো : বাড়ি ভাড়া আইন ১৯৯১ এর সংস্কার,এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ,ভাড়াটিয়া মালিকপক্ষের মধ্যে বাধ্যতামূলকভাবে চুক্তিপত্র, এই আইনকে বিশেষ ট্রাইব্যুনালে অন্তর্ভূক্তকরণ, এবং বাড়ি ভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করে রাজস্ব খাতে অন্তর্ভূক্তকরণ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ মানববন্ধনে সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

আএসএস/এসকেডি/এমএস