ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রীদের সমস্যায় তাৎক্ষণিক ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০০ পিএম, ০৮ জুলাই ২০১৯

হজযাত্রীদের সুবিধা-অসুবিধা আন্তরিকভাবে দেখা হচ্ছে জানিয়ে হজক্যাম্প পরিচালক মো. সাইফুল ইসলাম বলেছেন, কোনো হজযাত্রী সমস্যায় পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে হজক্যাম্পের নিজ কার্যালয়ে হজ ফ্লাইট ও হজযাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, এ বছর সমস্যা নেই বললেই চলে। এবার সামান্য সংখ্যক যাদের ভিসা হয়নি তারা নিজেরাও বুঝতে পেরেছেন, এখানে কারও হাত নেই। এজেন্সি বা মন্ত্রণালয়েরও কিছু করার নেই।

এ সময় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিমসহ হজক্যাম্পের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

hajjcamp2

হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, এ পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯৬৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৩০ জন।

তিনি বলেন, যারা এখনও যাননি, হজ অফিস, মন্ত্রণালয়, হাব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের খেদমতে নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

আরএম/বিএ/এমকেএইচ

আরও পড়ুন