ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সেমিনারে প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ জুলাই ২০১৯

এ‌শিয়া প্যা‌সিফিক ই‌কো‌নো‌মিক কো-অপা‌রেশন ফিন্যা‌ন্সিয়াল রেগু‌লেটর ট্রেনিং ই‌নি‌শিয়ে‌টিভ শীর্ষক সে‌মিনা‌রের যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

সোমবার সকাল ১০টায় প্যান প্যা‌সে‌ফিক সোনারগাঁও হে‌াটে‌লে সে‌মিনা‌রের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে যোগ দেন তিনি। চার‌ দিনব্যাপী এ সে‌মিনা‌রের উ‌দ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থ‌লে পৌঁছালে সবাই দা‌ঁড়ি‌য়ে তা‌কে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত না‌ড়ি‌য়ে তা‌দের শু‌ভেচ্ছা জানান।

এফএইচএস/বিএ/পিআর

আরও পড়ুন