বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে বাহিনীর পতাকা প্রদান
বাংলাদেশ বিমান বাহিনীর ৯নং স্কোয়াড্রন, ফাইটার কন্ট্রোল ট্রেনিং ইউনিট (এফসিটিইউ), ১ ফিল্ড ইউনিট, ২০৮ রক্ষণাবেক্ষণ ইউনিট, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই), আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, যোগাযোগ ইউনিট ও বিমান বাহিনী রেকর্ড অফিসকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। রোববার (৭ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ পতাকা প্রদান করেন।
ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর এসব ইউনিট ও স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পতাকা হস্তান্তরের পর বিমান বাহিনী প্রধান বাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে বিমান বাহিনী সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিমান বাহিনীর সব সদস্যের পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা অর্জনের ওপর তাগিদ দেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার নিরাপত্তা ও সুরক্ষা ছাড়াও ভবিষ্যতে স্পেস অ্যান্ড বিওন্ড এ কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া দেশের এভিয়েশন শিল্প বিকাশে বাংলাদেশ বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।
এর আগে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান।
পতাকা প্রদানকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশার এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোহা. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছে এবং বিমান বাহিনী ঘাঁটি ‘বাশার’ সর্বক্ষেত্রেই এসব কার্যক্রমে নিয়মিত ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী ঘাঁটি ‘বাশার’কে ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়েছিল।
এমইউ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি