ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কালাপানি বস্তির স্কুল নিয়ে লাইভে সুমন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৬ জুলাই ২০১৯

এবার বস্তির স্কুল নিয়ে ফেসবুক লাইভে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার ঢাকার মিরপুরের কালাপানির বস্তিতে অবস্থিত একটি স্কুলে গিয়ে লাইভে আসেন তিনি।

লাইভে এসে সুমন বলেন, ‘স্বভাবত আমাকে দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাচ্চার মাঝে। এখানে ১২০ শিশুকে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত শিক্ষা দান করা হয়। আজকে তাদের এখানে ভালো খাবারের আয়োজন করার কথা রয়েছে। আমিও ওদের সঙ্গে সেই ভালো খাবার খাব বলে এসেছি।’

তিনি বলেন, ‘এরা কিন্তু রেগুলার স্টুডেন্ট না। এরা বস্তিতে লেখা পড়া করে। এখানে চ্যারিটি রাইটস ও পথকলির জয়েন্ট ভেঞ্চারে স্কুলটি পরিচালনা করেন যুবকরা।’

এ স্কুলের বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সুমন বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করছে। এ বস্তিবাসী শিশুদের জন্যও শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার।’

এ সময় বস্তির স্কুলের নিয়মিত শিক্ষার অংশ হিসেবে একটি স্লোগান শোনেন তিনি।

স্লোগানটি হলো-

মিথ্যা কথা বলব না,
অসৎ পথে চলব না,
বন্ধুদেরকে মারব না,
পড়ার সময় খেলব না,
কাউকে গালি দেব না,
মন্দ খাবার কিনব না,
গাড়িতে ঢিল ছুড়বে না
এবং ভিক্ষা বৃত্তি করব না।

এফএইচ/এনডিএস/এমএস

আরও পড়ুন