ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পর্যটক আকর্ষণে বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্স

প্রকাশিত: ০২:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন বর্ষ ২০১৬-কে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্যে আগামী ২৮ ও ২৯ অক্টোবর জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সহায়তায় প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীন, ভিয়েতনাম, মায়ানমার, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত, ভারত, রিপাবলিক অব কোরিয়া এবং থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাশেদ খান মেনন বলেন, দেশের ঐতিহাসিক বৌদ্ধ স্থাপনাসমূহের টেকসই উন্নয়ন ও প্রাচীন ঐতিহ্যকে ঘিরে পর্যটন বিকাশে টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণই হবে সম্মেলনের অন্যতম লক্ষ্য।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির আলোচনায় অংশ নেন।

আরএম/পিআর