ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিশু নির্যাতনের প্রতিবাদে শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ জুলাই ২০১৯

দেশব্যাপী চলমান শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশু-কিশোরদের সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শতাধিক শিশু-কিশোর ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> ছেলের কান্না থামাতে আঠা দিয়ে মুখ বন্ধ করলেন মা

বর্তমান সমাজ হিংস্র উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, বড়দের কূটকৌশল, একগুঁয়েমি আর ক্ষমতার মোহের সহজ শিকার হচ্ছে দেশের শিশু-কিশোররা। ঘরে-বাইরে সর্বত্র অনিরাপদ পরিস্থিতির অবসান চাই আমরা। চাই শিশুর হাসিতে উজ্জ্বল-উচ্ছ্বল নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ।

Child.jpg

শুধু শিশু নির্যাতন, নিপীড়ন, অপহরণ, ধর্ষণ, হতাহতের ঘটনা ছাড়াও অপরাজনীতি, অনিয়ন্ত্রিত যান চলাচল কিংবা মাদকের কারণে পরিবার প্রধানের মৃত্যু হয়। সেই পরিবারের শিশু-কিশোররা পড়াশোনা বাদ দিয়ে জীবিকায় নামে। পড়াশোনা করতে থাকা শিশু-কিশোরদের কর্মজীবনে নেমে যেতে বাধ্য করা কেমন নীতিরীতি, সেই প্রশ্নও রাখেন বক্তারা।

আরও পড়ুন>> এতিম শিশুকে খুঁটিতে বেঁধে পেটালেন আ.লীগ নেতা

শিশু-কিশোরদের সুস্থ-স্বাভাবিক ও মানবিক মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যা যা দরকার, সবকিছু পূরণে সরকারের কাছে দাবি জানায় রাজধানীর মোহাম্মদপুরের এ সংগঠনটি।

পিডি/এমএসএইচ/এমএস

আরও পড়ুন