ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রীদের জন্য ট্রাফিক বিভাগের ফ্রি বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৪ জুলাই ২০১৯

বাংলাদেশি হজযাত্রীদের জন্য আশকোনার হজক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এ ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি প্রবীর কুমার রায় বলেন, বিমানবন্দর ক্রসিং ট্রাফিক উত্তর বিভাগের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ক্রসিং। হজযাত্রীরা পৃথক পৃথক ভাবে হেঁটে এ ক্রসিং দিয়ে বিমানবন্দরে যাতায়াত করলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে ওই ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যাসহ যানজটের সৃষ্টি হয়। তাই হজযাত্রীদের গমনাগমন নিরাপদ করা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উত্তর বিভাগ এ উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) গোবিন্দ চন্দ্র পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) এবিএম জাকির হোসেন, সহকারী পুলিশ কমিশনার (বিমানবন্দর ট্রাফিক জোন) এসএম আশিকুর রহমানসহ অন্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এআর/আরএস/পিআর

আরও পড়ুন