ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, আহত ১১

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৩ জুলাই ২০১৯

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বেবি সুপার মার্কেট এলাকার এমএস কারখানায় আগুন লাগার পর দ্রুত নামতে গিয়ে ১১ নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। আশঙ্কাজনক অবস্থায় দুলালী (২৫) নামে এক শ্রমিককে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালে ভর্তি নারী শ্রমিকরা হলেন- লিজা আক্তার (১৭), সালমা বেগম (২৫), শারমিন আক্তার (২৪), রুনা পুরো মারমা (২৪), রেহেনা (৩২), ঝরনা (১৮), স্বপ্না (১৯), লিপি বেগম (২২), লিপি দাস (৩২) ও সাজিদা (২৫)।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার জানান, কারখানায় তৃতীয় তলায় আগুন লাগার খবরে সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় শ্রমিকরা আহত হন। তাদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে দুলালী নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছে।

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন