বিকল্প ব্যবস্থার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
দেশের জাতীয় মহাসড়গুলোতে সিএনজিচালিত অটোরিকশাসহ ধীরগতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করার আগে বিকল্প ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিকল্প ব্যবস্থার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা বলেন, এই সকল যানচলাচলে নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , তাতে হাজার হাজার লোক বেকার হয়ে পড়ছে। তাদের সঙ্গে জড়িত পরিবারের সদস্যদের অনাহারে থাকার বিষয়টিও।
তারা বলেন, তাই যতদিন বিকল্প ব্যবস্থা না হয়, ততদিন যেন এ নিষেধাজ্ঞা কার্যকর করা না হয়।
সংগঠনটির সভাপতি মো. হাসনাইন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা মানবববন্ধনে উপস্থিত ছিলেন।
আএসএস/এসকেডি/পিআর