ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণ করতে চায় সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০২ জুলাই ২০১৯

চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণ করতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। মেরিটাইম সেক্টরে দু’দেশের কারিগরি জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সি-ফেয়ারারদের দক্ষ করে তুলতে বাংলাদেশে নতুন প্রতিষ্ঠিত চারটি মেরিন একাডেমির যে কোনো একটি একাডেমিতে প্রশিক্ষণ দেয়ার জন্য সিঙ্গাপুরকে আহ্বান জানান নৌ প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।

আরএমএম/জেএইচ/পিআর

আরও পড়ুন