ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে : পুলিশ

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীজুড়ে শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ কথা বলেন।

জাগো নিউজকে তিনি জানান, রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ। তবে এখনি কোন অ্যাকশনে যাচ্ছে না তারা। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে।
 
এর আগে বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীর আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

সরজমিনে দেখা দেখে,  শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশ নিরব ভুমিকা পালন করছে। অবরোধ বন্ধে বুধবার শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও গুলির ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তারা সড়ক অবরোধে শিক্ষার্থীদের বাধা দেয়নি।

এদিকে ভ্যাট প্রত্যাহারের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এআর/আরএস/পিআর