ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজ আসছে আরও একটি এয়ারবাস

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ জুলাই ২০১৯

হজ ফ্লাইট নির্বিঘ্ন করতে আরও একটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ আজ ঢাকায় এসে পৌঁছবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যাবস্থাপক তাহারা খন্দকার জাগো নিউজকে জানান, ব্যাংকক থেকে সরাসরি উড়োজাহাজটি আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে যথাসময়ে উড়োজাহাজটি ঢাকার রানওয়ে স্পর্শ করবে। অবতরণের পর উড়োজাহাজটিকে প্রথা অনুযায়ী ওয়াটার ক্যানন স্যালুট প্রদান করার কথা রয়েছে। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

এর আগে গত মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছে আরও একটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ।

চলতি হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে তিন মাসের জন্য দুটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াভিত্তিক লিজিং কোম্পানি এয়ারএশিয়া এক্স থেকে লিজ নেয়া উড়োজাহাজ দুটি দুই মাস হজ ফ্লাইট অপারেশনে থাকবে।

এ প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আরও বলেন, ‘বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ মৌসুমে অন্য রুটের ফ্লাইটে শিডিউল ঠিক রাখতে এই দুটি এয়ারবাস লিজ নেয়া হয়েছে।

আরএম/জেডএ/জেআইএম

আরও পড়ুন