ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দূরপাল্লার বাস ভাড়া বাড়বে না

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বেশিরভাগ পরিবহনের ভাড়া বাড়লেও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে নতুন পরিবহনের ভাড়ার ঘোষণা দেন তিনি। আগামী ১ অক্টোবর থেকে এ ভাড়া কার্যকর হবে।

জানা যায়, বাস মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বাড়লেও দূরপাল্লার পরিবহনের ভাড়া এর আওতামুক্ত থাকবে। শুধুমাত্র ঢাকাসহ নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর এ বৃদ্ধিকৃত ভাড়া কার্যকর হবে।

নতুন ভাড়া অনুযায়ী বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৬০ পয়সা। আর মিনিবাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৫০ পয়সা। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ৫ থেকে ৭ টাকা।

এএস/আরএস/আরআইপি