এরশাদকে দেখতে সিএমএইচে তোফায়েল
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) যান সাবেক এ মন্ত্রী।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তোফায়েল আহমেদ।
হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এর আগে সকাল সাড়ে ১০টায় এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অসুস্থ বোধ করায় গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয় এরশাদকে।
সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
এইউএ/এনডিএস/জেআইএম