মাতারবাড়ি প্রকল্পে আরও ১১ হাজার কোটি টাকা দিল জাইকা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে আরও প্রায় ১১ হাজার কোটি টাকা (১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ বিষয়ে রোববার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একটি ঋণচুক্তি সই হয়েছে।
চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং জাইকার পক্ষে বাংলাদেশের জাইকা কার্যালয়ের প্রধান রিপ্রেজেনটেটিভ হিতোশি হিরাতা।
দেশের অন্যতম ব্যয়বহুল প্রকল্প ‘মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফিয়ার্ড পাওয়ার প্রজেক্ট (ভি)’-এ ওডিএ লোন প্যাকেজের আওতায় বাংলাদেশকে সহজ শর্তে এ ঋণ দিল জাইকা। এ ঋণের বার্ষিক সুদের হার নির্মাণকাজের জন্য দশমিক ৯ শতাংশ এবং পরামর্শক সেবার জন্য দশমিক শূন্য ১ শতাংশ। ১০ বছর গ্রেস দিয়ে ৩০ বছরের মধ্যে বাংলাদেশকে এ ঋণ শোধ করতে হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জানানো হয়, মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্লান্ট স্থাপন কাজ চলছে। প্রকল্পটি ২০১৪ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়।
প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পে মোট খরচ হবে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে জাইকা দেবে ২৮ হাজার ৯৩৯ কোটি তিন লাখ টাকা। পর্যায়ক্রমে এ টাকা দেবে জাইকা।
ইতোপূর্বে ৩৫তম, ৩৭তম, ৩৮তম, ও ৩৯তম ইয়েন লোন প্যাকেজের আওতায় যথাক্রমে ৪১ হাজার ৪৯৮ মিলিয়ন, ৩৭ হাজার ৮২১ মিলিয়ন, ১০ হাজার ৭৪৫ মিলিয়ন এবং ৬৭ হাজার ৩১১ মিলিয়ন ইয়েনের ঋণচুক্তি সই হয়েছে।
পিডি/বিএ/এমএস