ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩০ জুন ২০১৯

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা ও মদিনায় হজ ফ্লাইট বাড়ানোর দাবি জানিয়েছে হজযাত্রী কল্যাণ পরিষদ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাদের অভিযোগ, চট্টগ্রাম বিভাগের হাজিরা ঢাকা গিয়ে বিড়ম্বনার শিকার হন।

শনিবার (২৯ জুন) নগরের স্টেশন রোড হোটেল সৈকতে হজযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত হজ প্রশিক্ষণ ও সেমিনারে বক্তারা এ দাবি জানান।

সকাল ৯টায় শুরু হওয়া হজ প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন হজযাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। হজের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন গারাংগিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী।

প্রশিক্ষণে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে দিকনির্দেশনা প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান। বাংলাদেশ বিমানের পক্ষে দিক-নির্দেশনা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম বিমানবন্দর স্টেশন ম্যানেজার আরিফুজ্জামান খান ও বজলুল কবির সোলাইমানী।

পরে সেমিনারে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম থেকে জেদ্দায় ২০১৬ সালে ১২টি, ২০১৭ সালে ১৪টি ও ২০১৮ সালে ১৬টি সরাসরি হজ ফ্লাইট দেয়া হয়। চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনায় অন্তত আরও ৫টি সরাসরি হজ ফ্লাইট দরকার।’

সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দীন, অধ্যাপক কাজী সাহাদাত হোসেন, মুহাম্মদ ইদ্রিচ আদ্রাবাদী, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ জাহেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, অধ্যক্ষ ডা. এফতেখার উদ্দিন, মুহাম্মদ শামশুল আলম, মিয়া আশরাফ হোসেন, আলহাজ মুহাম্মদ শরীফ, শফিকুর রহমান, আমান উদ্দিন খান আবদুল্লাহ, আফছারুল হক চৌধুরী, শাহজাদা কায়সার মির্জা, মোহাম্মদ আলমগীর আলম, আবু মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ আহমদ হোসেন প্রমুখ।

এসআর/জেআইএম

আরও পড়ুন