ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মহাসড়কের অবস্থা আগের চেয়ে ভালো : সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন মহাসড়কের অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।  বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী জানান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত ৪৫টি প্রকল্প শেষ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন প্রায় শতভাগ।    

এসময় তিনি দাবি করেন, পদ্মাসেতুর ২৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম পদ্মাসেতুর যে চ্যালেঞ্জ এটা থেকে উত্তরণ হয়ে দ্বিতীয় পদ্মাসেতুর কাজেও হাত দেয়া হবে।

এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের রাস্তায় আয়তনের তুলনায় কি পরিমাণ যানবহন চলে তার কোনো হিসেব বিআরটিএতে নেই।  

তিনি জানান, সর্বশেষ ৩১ আগস্টের পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরের রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন শ্রেণির যানবহনের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৩৯২টি। তারমধ্যে তিন লাখ ৬৫ হাজার ৩৫০ টি মোটর সাইকেল এবং প্রাইভেটকার দুই লাখ ১৬ হাজার ৫৫৫টি।

কিছু গাড়ি ঢাকা মেট্রো এরিয়া হিসেবে রেজিস্ট্রেশন নিলেও সেগুলো ঢাকার বাইরে চলাচল করে। প্রতিদিন গড়ে ৩১৭টি যানবহন রেজিস্ট্রেশন দেয়া হয়।

তিনি বলেন, ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের পুরাতন পণ্যবাহী গাড়ি ঢাকা শহরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দিনের বেলায় ঢাকা শহরে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। যানজট নিরসনে প্রাইভেট কারের ব্যবহার সীমিত করার বিষয়টি জাতীয় সমন্বিত বহুমাধ্যম ভিত্তিক পরিবহণ নীতিমালায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

মো. আয়েন উদ্দীনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদফতরে ঠিকাদারদের চারশত কোটি টাকা বকেয়া রয়েছে। তবে অনেক সময় আর্থিক ব্যবস্থাপনার নিয়ম ভঙ্গ করে কোন কোন সড়ক বিভাগের স্থানীয় চাহিদা মেটাতে গিয়ে বরাদ্দের অতিরিক্ত কাজ সম্পাদন করে বকেয়ার সৃষ্টি করে থাকে।

এইচএস/এসকেডি/আরআইপি