ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উইমেন অ্যাওয়ার্ড পেলেন ১০ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৭ জুন ২০১৯

কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার পেলেন দেশসেরা ৯ নারী ও এক পুরুষ পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগরের ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টারে বিজয়ীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন-নারী পুলিশ কর্মকর্তা মাহফুজা লিজা, তাপতুন নাসরীন, জান্নাতুল ফেরদৌস, শম্পা রাণী সাহা, ফাহমিদা হক শেলী, মিনা মাহমুদা, মাফুজা বেগম, নুসরাত জাহান, আতিকা ইসলাম। এছাড়া প্রথমবারের মতো কোনো পুরুষ পুলিশ কর্মকর্তা হিসেবে এ অ্যাওয়ার্ড পেয়েছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

police

অ্যাওয়ার্ড প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ দেয়া হচ্ছে জেনে আনন্দিত। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। পুলিশের নারী সদস্যরা এখন বিশ্ব শান্তি রক্ষাতেও অবদান রাখছে। বর্তমান সরকার বাংলাদেশ পুলিশকে জেন্ডার সংবেদনশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, এবার প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ বিতরণ অনুষ্ঠান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরল আলম নিজামী, ডিআইজি গোলাম ফারুক, পুনাক সভাপতি হাবিবা জাবেদসহ নগর ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আবু আজাদ/এএইচ/জেআইএম

আরও পড়ুন