রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী
নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
বর্ষাকাল চলে এসেছে, কক্সবাজারের পাহাড়ি এলাকায় থাকা রোহিঙ্গারা পাহাড়ধসের ঝুঁকির মধ্যে রয়েছে কিনা- জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্ষাকাল আসায় আমারও খুব চিন্তায় আছি। আন্তর্জাতিক যারা সাহায্য সংস্থা আছে তাদের সঙ্গে যৌথভাবে মিটিং করেছি। পাহাড়ের সব গাছ কেটে ফেলা হয়েছে, এখন শুধু মাটির পাহাড় দেখা যায়। আমরা রোহিঙ্গাসহ সংশ্লিষ্টদের নিয়ে মহড়া করেছি। এখন যে অবস্থা আছে, বর্ষা হলে পাহাড়ধস হতে পারে। পাহাড়ধস হলে কীভাবে উদ্ধার করতে হবে আমরা সে বিষয়ে মহড়া করেছি, বাড়িঘরগুলো ও পাহাড়ি এলাকা শক্তিশালী করা। সেই কাজগুলো চলমান।’
রোহিঙ্গাদের কবে ভাসানচরে পাঠানো হবে- এ বিষয়ে এনামুর রহমান বলেন, ‘ভাসানচরে নেয়ার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো কনক্রিট সিদ্ধান্ত পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তার সিদ্ধান্তের পর আমরা পদক্ষেপ নেব।’
ভাসানচরে নেয়ার বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আপত্তি জানিয়েছে, এজন্য কী সরকার রোহিঙ্গাদের সেখানে নিচ্ছে না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘না, সেজন্য না। ভাসানচরের অবকাঠামো অত্যন্ত শক্তিশালী, সেখানে যে ঘরগুলো করা হয়েছে তা দুর্যোগ সহনীয়। উপকূলীয় এলাকায় হওয়ায় ১২০টি সাইক্লোন শেল্টার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে, বেড়িবাঁধ করা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সব দিক থেকে ভাসানচর বসবাসের জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘যেহেতু রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী চান সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে স্থানান্তর করতে। তিনি সেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রত্যাবাসন প্রক্রিয়া এবং রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য সর্বোচ্চ সুবিধা নিয়ে ভাসানচর প্রস্তুত।’
আরএমএম/এনডিএস/পিআর