ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইন্টারনেটের মূল্য আরো কমাতে হবে : চিফ হুইপ

প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরো কমিয়ে আনতে হবে। বুধাবার পটুয়াখালীর বাউফল উপজেলা চত্তরে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন। চিফ হুইফ সংসদ ভবনস্থ তার কার্যালয় থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।

ফিরোজ বলেন, সর্বস্তরের জনগণের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়ার মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরো কমিয়ে আনার পাশাপাশি ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের প্রতি আহবান জানান তিনি।
 
হুইফ বলেন, সরকারি ও বেসরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করতে হবে। চিফ হুইপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে কোন ধরণের সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম রোধ এবং প্রযুক্তির অপব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।
 
বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে আযোজিত এ মেলা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এইচএস/এএইচ/পিআর