কাকের এক ঠোকরে ধ্বংস সাড়ে ৫ হাজার ডিম!
বেরসিক কাকের এক ঠোকরে সাতসকালে দরিদ্র ভ্যানচালক শফিকুল ইসলামের সাড়ে ৫ হাজার ডিম ধ্বংস হয়ে গেল। পাঠক হয়তো এ লাইনটি পড়ে নিছক রসিকতা ভেবে বলবেন, কাকের ঠোকরে আবার এতগুলো ডিম ধ্বংস হয় কীভাবে? বাস্তবে এমন এক ঘটনায় ঘটেছে আজ (বুধবার) সকাল সোয়া ৭টায়।
রাজধানীর আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনের রাস্তা দিয়ে অন্যান্য দিনের মতো আজও সাড়ে ৫ হাজার ডিম নিয়ে নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক শফিকুল ইসলাম। তিনি লালবাগের নবাবগঞ্জ বাজারে নিয়মিত ডিম সরবরাহ করেন। ভিকারুননিসা নূন স্কুলের সামনে আসামাত্র একটি কাক ডিমের খাঁচায় ঠোকর মারে।
শফিকুল কাকটিকে তাড়াতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। এ সময় ভ্যানের চাকা উল্টে খাঁচাভর্তি ডিমসহ রাস্তায় পড়ে যায়। পথচারীরা হতবাক হয়ে তাকিয়ে দেখে রাস্তার একাংশ কয়েক হাজার ডিম ভেঙে হলুদাভ আকার ধারণ করেছে। এ দৃশ্য দেখে সবাই আফসোস করছিল।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কী কারণে যে কাক তাড়াতে গেলাম। একটা ডিম বাঁচাতে গিয়ে সাড়ে ৫ হাজার ডিমের প্রায় সব ভাগই নষ্ট হয়ে গেল। এ ক্ষতি কেমনে পোষাব?
এমইউ/এমএসএইচ/জেআইএম