ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৪ জুন ২০১৯

‘বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৮২ সালের অধ্যাদেশ অনুযায়ী সমুদ্রপথে পরিবাহিত পণ্যের ৪০ শতাংশ পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল। নতুন আইনে সমুদ্রপথে পরিবাহিত পণ্যের ৫০ শতাংশ পতাকাবাহী জাহাজে পরিবহনের প্রস্তাব করা হয়েছে।

আইন অনুযায়ী বাংলাদেশের পতাকাবাহী জাহাজ মানে বাংলাদেশে নিবন্ধিত যেকোনো জাহাজ বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল আলম বলেন, ‘কোনো জাহাজ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ওই জাহাজ কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আগের অধ্যাদেশে জরিমানার পরিমাণ নির্ধারণ করা ছিল না।’

এর আগে গত ২৮ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় উপস্থাপিত এই আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

আরএমএম/এসএইচএস/এমএস

আরও পড়ুন