ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬০ লাখ দোকান কর্মচারীর ১০ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২১ জুন ২০১৯

দেশের ৬০ লক্ষাধিক দোকান কর্মচারীর জন্য মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল।

মানববন্ধনে রফিকুল ইসলাম বাবুল বলেন, সারাদেশে ৬০ লাখ দোকান কর্মচারী আছেন। কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের চাকরির নিশ্চয়তা নেই, সুনিশ্চিত চাকরি বিধি নেই। কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম উপযোগী পরিবেশ নেই। সারাজীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে আসলেও জীবনের শেষ মুহূর্তে তারা পরিবার-পরিজন নিয়ে কঠিন অবস্থায় পড়েন। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।

এ সময় তিনি ৬০ লাখ দোকান কর্মচারীর সুবিধার্থে ১০টি দাবি উত্থাপন করেন। এর মধ্যে কয়েকটি হলো- দোকান কর্মচারীদের জন্য মজুরি বোর্ড গঠন, কর্মচারীকে নিয়োগপত্র ও কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত পরিচয়পত্র দেয়া, আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি দেড় দিন করা এবং কর্মচারীদের কল্যাণ তহবিল গঠন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর কমিটির সভাপতি হযরত আলী মোল্লা, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কেন্দ্রীয় নেতা কামরুল হাসান প্রমুখ।

এইউএ/জেডএ/পিআর

আরও পড়ুন