ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে দেওয়ানী মামলা ১৩ লাখ ৪৬ হাজার ৪৫৭টি

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশে সর্বমোট বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৪৫৭টি। এর মধ্যে ৩০ জুন ২০১৫ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপীল বিভাগে বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা ১২ হাজার ৬৬৯টি,  হাইকোর্ট বিভাগে বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা ৮৬ হাজার ৪টি,  জেলা জজ আদালতসমূহে বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা  ১১ লাখ ১৯ হাজার ৮১২টি। এছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যার্পন মামলার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯৮২টি।

জাতীয় সংসদে মঙ্গলবার প্রশ্নোত্তরে এম আব্দুল লতিফ বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, ভূমি সংক্রান্ত মামলাসমূহ দেশে বিদ্যমান দেওয়ানী আদালতসমূহে নিস্পত্তি হচ্ছে। জমি জরিপ সংক্রান্ত বিরোধী নিস্পত্তির জন্য  ৪২টি জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে। এছাড়া ল্যান্ড সার্ভে আপীলাত ট্রাইব্যুনাল গঠনের  বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ভূমি সংক্রান্ত মামলা নিস্পত্তির জন্য পৃথক ভূমি ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা আপাতত সরকারের নেই।  

দেশে প্রচলিত আইন ১০৫৭টি :
দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বর্তমানে বাংলাদেশ প্রচলিত আইনের সংখ্যা  প্রায় ১ হাজার ৫৭টি।

জনপ্রশাসন ক্যাডারে নারী কর্মকর্তা ২৯৮ জন :
বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান,  জনপ্রশাসন ক্যাডারে নারী কর্মকর্তার সংখ্যা ২৯৮ জন। জনপ্রশাসনের সচিব হিসেবে ৪ জন, যুগ্ম সচিব হিসেবে ১০৮ জন এবং উপসচিব হিসেবে ১৮৬ জন নারী কর্মরত আছেন। জেলা প্রশাসকদের মধ্যে ৩ জন নারী কর্মরত আছেন। নারী পুরুষ নির্বিশেষে পদোন্নতি ও পদায়ন একটি স্বাভাবিক রুটিন কাজ। এই সংখ্যা হ্রাস/বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। ১ সেপ্টম্বর ২০১৫ পর্যন্ত মাতৃকালীন ছুটি, লিয়েন ও প্রশিক্ষন ইত্যাদি কারণে ৪১ জন নারী কর্মকর্তা  ওএসডি আছেন।

এইচএস/এআরএস/আরআইপি