ট্যানারি বর্জ্য দিয়ে মুরগির খাবার তৈরি, হাজারীবাগে অভিযান
চামড়া শিল্পের (ট্যানারি) বর্জ্য দিয়ে পোল্ট্রির (হাঁস-মুরগি) খাবার তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
ম্যাজিস্ট্রেট নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
তবে ঘটনাস্থলে উপস্থিত এক র্যাব কর্মকর্তা জানান, অভিযানে ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রির খাবার তৈরির অভিযোগে ৬-৭ জনকে সাজা দেয়া হয়েছে। রাত পৌনে ১২টা পর্যন্ত অভিযান এখনও চলছে।
এর আগে চলতি বছরের ২ এপ্রিল ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরির সকল কারখানা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও যারা ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরি এবং বিপণন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিবাদী পাঁচ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়।
এআর/বিএ