ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নোংরা পরিবেশে খাবার তৈরি : বনানীর দুই রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৭ জুন ২০১৯

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করছে রাজধানীর বনানীর ডে নাইট ও নিউ স্টার রেস্টুরেন্ট। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বনানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও পণ্যের মোড়কে খুচরা মূল্য লেখা না থাকায় আরো দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান।

Jorimana

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, আজ বনানী এলাকায় বাজার তদারকি করা হয়। তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জাহানারা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ প্রক্রিয়াকরণের অপরাধে ডে নাইট রেস্টুরেন্টকে ৩০ হাজার, নিউ স্টার রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় লাকি স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করে বনানী থানা পুলিশ।

এসআই/এমআরএম/জেআইএম

আরও পড়ুন