ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সব জেলায় বিকেএসপির শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৬ জুন ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের প্রতিটি জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) একটি শাখা প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

জাতীয় সংসদে রোববার বিরোধী দলীয় এমপি মুজিবুল হক চুন্নুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে ঢাকা জেলার সাভার উপজেলায় বিকেএসপির প্রধান কার্যালয়সহ খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রংপুর বিভাগের বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দিনাজপুর জেলা সদরে প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহী বিভাগে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও কক্সবাজার জেলার রামুতে বিকেএসপির একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।’

এইচএস/এনডিএস/পিআর

আরও পড়ুন