শ্যামলীর চালকের কাছে মিলল ১০ হাজার ইয়াবা
শ্যামলী পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকাল দশটার দিকে রাজধানীর মহাখালীর রেলগেইটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ভ ১৫২২৯৬) এ বাসটিতে অভিযান চালায় র্যাব-২ এর একটি দল। অভিযানকালে মাদক পরিবহন করায় বাসটির চালক নূরে আলমকে (৪২) আটক ও বাসটি জব্দ করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে শ্যামলীর এ বাসটি ঢাকায় প্রবেশ করবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তাই টিমের সদস্যদের নিয়ে আমরা অপেক্ষায় থাকি এবং বাসটি মহাখালী আসলে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
জেইউ/এমএসএইচ/এমকেএইচ