মালয়েশিয়ায় বৈধ হচ্ছেন অবৈধ শ্রমিক
মালয়েশিয়ার অবৈধ শ্রমিক বৈধ করার প্রক্রিয়া চালু করছে দেশটির সরকার। মাই ইজি সার্ভিসেস বিএইচডি নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দিয়েছে দেশটির প্রশাসন। এতে করে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকরা পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ।
গত শুক্রবার ইমিগ্রেশন বিভাগ থেকে বিদেশি শ্রমিক বৈধ করার অনুমোদন সম্পর্কিত চিঠি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে কনট্রাক্টিং প্রতিষ্ঠান “মাই ইজি”। ইতোমধ্যে মাই ইজি স্থানীয় এজেন্সিগুলোকে দরপত্র আহ্বান করেছে।
সবকিছু ঠিক থাকলে ১০ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত এজেন্টদেরকে বায়োমেট্রিক মেশিন সরবরাহ করা হবে। বৈধকরণ এ কাজ কোম্পানির জন্য লাভজনক হবে বলে আশা করছে মাই ইজি। তবে অনলাইন নিবন্ধন ফি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অবৈধ শ্রমিকদের যাচাই বাছাই করে নিবন্ধিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। গত বছরগুলোতে অবৈধ বাংলাদেশিরা এই কাজে নামধারী এজেন্টদের মাধ্যমে আর্থিকভাবে প্রতারিত হয়েছেন।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা