ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গড় আয়ু বেড়ে হলো ৭২.৩ বছর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১২ জুন ২০১৯

দেশের মানুষের বর্তমানে গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে দশমিক ৩ বছর। ২০১৭-তে ছিল ৭২ বছর।

২০১৮ সালের হিসাবে পুরুষের গড় আয়ু ৭০ বছর এবং নারীর গড় আয়ু ৭৩ দশমিক ৮ বছর। অর্থাৎ বর্তমানে পুরুষের চেয়ে গড়ে তিন বছর বেশি বাঁচে নারীরা।

২০১৬ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর, ২০১৫-তে ৭০ দশমিক ৯ বছর এবং ২০১৪-তে ছিল ৭০ দশমিক ৭ বছর।

বুধবার (১২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস ভবনে ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ফলে এ তথ্য উল্লেখ করা হয়। ২০১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ২৪ লাখ এবং নারীর সংখ্যা ৮ কোটি ২২ লাখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বিবিএসের মহাপরিচাক কৃষ্ণা গায়েন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প পরিচালক আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডি/এসআর/এমএস

আরও পড়ুন