ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সভা বাতিল করায় মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের উদ্বেগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ জুন ২০১৯

ত্রিদেশীয় মৎস্যজীবী সভা বাতিল করায় মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, ভারত থেকে বাংলাদেশে অতিথিদের আগমন ও মিয়ানমারের অতিথিদের বিমানবন্দর থেকে ফেরত যাওয়ায় তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের ব্যবস্থাপনায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশের সহযোগিতায় ১০ ও ১১ জুন (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় মৎস্যজীবী সভা বিশেষ কারণে গত ৯ জুন রোববার দুপুর ২টায় বাতিল করা হয়।

মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। শিশু কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি ইসরাইল পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন আকন্দ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মল্লিক, কুমিল্লা জেলার মনির হোসেন, সাতক্ষীরা জেলার আশরাফ আলী, টেকনাফের আব্দুস সালাম প্রমুখ।

সভায় আগত বক্তারা জানান, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত সকলকেই ক্ষতিগ্রস্ত করেছে। ঐ দিন দেশের বিভিন্ন জেলা থেকে অনেক অতিথিরা কষ্ট স্বীকার করে এসেছিলেন। এ জন্য সভায় গভীরভাবে দুঃখ প্রকাশ করা হয়।

এফএইচএস/আরএস/এমকেএইচ

আরও পড়ুন