ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্থায়ী বেতন কমিশন হচ্ছে না!

প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

সরকারি চাকরিজীবীদের বেতন পর্যালোচনায় স্থায়ী বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। সরকার মনে করছে, আপাতত এমন কমিশনের কোনো দরকার নেই। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় স্থায়ী কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন অনুশাসন চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা মনে করে স্থায়ী বেতন কমিশনের দরকার নেই। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বেতন বাড়ানোর যে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে আর বেতন কমিশনের প্রয়োজন হবে না।

২০১৩ সালের ২৪ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য ১৭ সদস্যের ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন-২০১৩’ গঠন করে অর্থ মন্ত্রণালয়। ওই বছরের ১৭ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এ কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশসংবলিত একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়া হয়। পরে কমিশনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।

গত বছরের ২১ ডিসেম্বর সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন তুলে দেন জাতীয় বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যান। সেই প্রতিবেদনেও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করা হয়।

এসএ/বিএ