ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজের কৃষির তথ্য দিলেন রাষ্ট্রপতি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২০ এএম, ১০ জুন ২০১৯

কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে নিজের কৃষি পণ্যের তথ্য-উপাত্ত প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে তিনি এ তথ্য-উপাত্ত দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, কৃষি শুমারির অংশ হিসেবে গণনাকারীরা রাষ্ট্রপতির কাছ থেকে খাদ্যশস্য, মৎস্য ও পশুসম্পদ, ভূমি ব্যবহার, আবাদি জমির পরিমাণ, হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কৃষি শুমারি খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে উল্লেখ করেন। শুমারি চলাকালে প্রকৃত ও সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি গণনাকারীদের উপদেশ দেন।

krishi-2.jpg

তিনি বলেন, কৃষি শুমারি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিতকরণে যথাযথ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। এ সময় পরিকল্পনামন্ত্রী কৃষি শুমারি ২০১৯ এর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতিকে মন্ত্রী জানান, আজ থেকে শুরু হওয়া কৃষি শুমারি ২০১৯ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময় গণনাকারীরা মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। প্রায় দেড় লাখ গণনাকারী দেশব্যাপী এ কাজ চালিয়ে যাবেন।

এ সময় পরিকল্পনা ও তথ্য বিভাগের সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের (বিবিএস) মহাপরিচালক কৃষ্ণ গায়েন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

জেডএ/এমএস

আরও পড়ুন