ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাছের ডাল ভেঙে মামা-ভাগ্নেসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৯ জুন ২০১৯

রাজধানীর জাতীয় ঈদগার সামনের সড়কে গাছের ডাল ভেঙে মামা-ভাগ্নেসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মো. সিরাজুল ইসলাম (৬০), তার ভাগ্নে আব্দুর রহিম (৯) ও পথচারী লিটন (৪৮)। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সিরাজুল সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাগ্নেকে নিয়ে হাইকোর্টের সামনে বটতলায় ভাসমান দোকানে নাশতা করছিলেন। হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ে। এতে তারা আহত হন। এ সময় লিটন নামে একজন পথচারী আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে সিরাজুল একটু বেশি আঘাত পেয়েছেন। তবে আশঙ্কামুক্ত। বাকি দু’জন সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এআর/এনডিএস/পিআর

আরও পড়ুন