ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মরা ইঁদুরের দুর্গন্ধে কক্ষে বসতেই পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৯ জুন ২০১৯

ঈদের ছুটিতে মন্ত্রীর কক্ষ বন্ধ ছিল পাঁচদিন। এ সময়ের মধ্যেই কক্ষে মরে পড়েছিল একটি ইঁদুর। কবে মারা গেছে তা কারো জানা নেই। তবে তা পচে পুরো কক্ষেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঈদের ছুটি শেষে প্রথম দিন আজ রোববার অফিসে এসেই বিপত্তিতে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মন্ত্রী দুর্গন্ধের কারণে তার কক্ষে ঢুকতেই পারেননি।

সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে মন্ত্রী তার কক্ষে সাংবাদিকসহ সব কর্মকর্তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে ইঁদুর ভোগান্তিতে এবার তা হয়ে ওঠেনি। দুপুরের দিকে নিজ কক্ষের পাশেই ছোট একটি কক্ষে নির্ধারিত বৈঠক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

মন্ত্রীর অফিস কক্ষের দায়িত্বরত পুলিশ সদস্য আমিনুল বলেন, ‘সকালে রুম খুলেই একটি মরা ইঁদুর দেখা যায়। ইঁদুরটি মনে হয় কয়েক দিন আগেই মারা গিয়েছিল। ফলে পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তবে তা বাইরে ফেলে দিলেও দুপুর নাগাদ দুর্গন্ধ ছিল।‘

Kamal

তিনি আরও বলেন, মন্ত্রীর রুমের জানালাগুলো ফিক্সড লক করা; তাই খোলা যাচ্ছে না। এজন্য দরজা খুলে রাখা হয়েছে।

মন্ত্রীর রুমে কয়েকজন সাংবাদিক প্রবেশ করতে গেলেও দুর্গন্ধে তারাও বের হয়ে আসেন।

আমিনুল জানান, মন্ত্রীর কক্ষে ইঁদুর মারার জন্য আঠা দিয়ে ফাঁদ পাতা থাকে, সেই ফাঁদে পড়েও ইঁদুরটি মারা যেতে পারে।

এমইউএইচ/এসআর/পিআর

আরও পড়ুন