ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লালবাগ কেল্লায় তিনগুণ দর্শনার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৮ জুন ২০১৯

ঈদুল ফিতরের ছুটি উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। অন্য সময়ের চেয়ে তিনগুণ দর্শনার্থী রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। শনিবার সকাল থেকে সরেজমিনে ঘুরে এ এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারে ব্যস্ত সময় পার করছেন কাউন্টারের দায়িত্বে থাকা ওমর। জিজ্ঞাসা করতেই তিনি জানান, অন্য সময়ের চেয়ে অনেক বেশি দর্শনার্থী। দর্শনার্থীদের টিকিট দিতে ব্যস্ত সময় কাটছে। এ জন্য কথা বলার সময়ও পাচ্ছেন না ওমর।

দেখা যায়, দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে কেল্লার প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করছেন। লাইনে দাঁড়ানো কারও মাঝে বিরক্তির ছাপও দেখা যায়। কিছুটা গরম থাকলেও তা উপেক্ষা করেই কেল্লার ভেতর ঘুরে বেড়াচ্ছেন বিনোদনপ্রেমী নগরবাসী।

কথা হয় রাজধানীর অদূরে সাভার থেকে আসা রাসেল-বৃষ্টি দম্পতির সঙ্গে। ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে ছুটির সময় কাটাতে এসেছেন লালবাগ কেল্লায়। এ দম্পতি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, বাচ্চাদের টিকিটও একই মূল্য রাখা হচ্ছে।

ছোটখাটো ব্যবসা করেন রাসেল। তিনি বলেন, ছোট বাচ্চাটার টিকিট লাগেনি। তবে আমার ছেলেটাও তো ছোট, ওর জন্যও টিকিট নিতে হয়েছে। কাজের ব্যস্ততায় বাচ্চাদের নিয়ে কোথাও যেতে পারি না। ঈদের ছুটিতে সব কিছুই বন্ধ। তাই ছেলেমেয়েকে নিয়ে এসেছি এ কেল্লাটি দেখানোর জন্য।

এমন বেশ ক’জন দম্পতির বিরক্তি দেখে টিকিট কাউন্টারে জানতে চাইলে বলা হয়, ৫ বছরের উপরের বাচ্চাদের জন্য অবশ্যই টিকিট নিতে হবে।

lalbagh

এ বিষয়ে কথা হয় লালবাগ কেল্লার কাস্টোডিয়ান হালিমা আফরোজের সঙ্গে। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্ট্যাডি ট্যুরে আসলে অথবা সংশ্লিষ্ট কর্তপক্ষের অনুমতি নিয়ে যদি শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ড নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ৫ টাকা মূল্যের টিকিটে কেল্লা দর্শনের ব্যবস্থা করে থাকি। যেহেতু এখন ঈদের সময় ইউনিফর্ম পরে আইডি কার্ড নিয়ে কেউ আসছে না। তাই ৫ বছরের উপরে হলেই টিকিট নিতে হবে।

কেল্লার এ কাস্টোডিয়ান জানান, সাধারণ সময়ে শুক্রবার ছাড়া প্রতিদিন ৩ থেকে ৪ হাজার দর্শনার্থী হয়ে থাকে। বিগত দুই দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন বুধবার সাড়ে ১৬ হাজার দর্শনার্থী হয়েছিল। গতকাল শুক্রবার হয়েছিল ১৫ হাজার ৪০০ মতো দর্শনার্থী। অন্য কোনো ছুটি ছাড়া শুক্রবার প্রায় ১০ থেকে ১১ হাজার দর্শনার্থী থাকে বলেও জানান তিনি।

লালবাগ কেল্লার গেটে কর্তৃপক্ষের টাঙানো নোটিশ থেকে জানা যায়, গ্রীষ্মকালীন অর্থাৎ এ গরমের সময় ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত লালবাগ কেল্লা প্রদর্শনীর জন্য খোলা পাওয়া যাবে। রোববার সাপ্তাহিক ছুটির কারণে কেল্লা বন্ধ থাকে। সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকে। আর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিরতি। এরপর বিকেল ৬টা পর্যন্ত কেল্লা প্রদর্শনীর জন্য খোলা থাকে।

এইউএ/এনডিএস/এমএস

আরও পড়ুন