ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে এলে প্রণোদনা : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৬ জুন ২০১৯

পুরোনো ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশে কোনো সংগঠন এগিয়ে আসলে নগর কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের পৃষ্ঠপোষকতাসহ প্রণোদনা দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার বিকেলে নর্থ সাউথ রোড থেকে নাগরিক সমাজ আয়োজিত পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ হুসেন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে।

মেয়র সাঈদ খোকন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুরোনো ঢাকার অন্যতম ঐতিহ্য ঘোড়ার গাড়িতে চড়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করেন।

পরে মিছিলটি নর্থ সাউথ রোড থেকে আলু বাজার হয়ে কাজী আলাউদ্দিন রোড, নাজিরাবাজার ঘুরে বংশাল এলাকায় এসে শেষ হয়।

আরএমএম/এসআর/পিআর

আরও পড়ুন