দেশব্যাপী ৩৮ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক
পুলিশের অভিযানের অংশ হিসেবে সারা দেশ থেকে প্রায় ৩৮ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী পুলিশের অভিযানে এ পর্যন্ত ৩৭ হাজার ৭৯১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়।
এর মধ্যে ৩ হাজার ৭৭৫ জন রেজিস্ট্রেশন করে মোটরসাইকেলগুলো নিয়ে গেছেন। রেজিস্ট্রেশনের টাকা জমার রশিদ দেখিয়ে ১১ হাজার ৩৬ জন আটককৃত বাইক নিয়ে গেছেন। পুলিশের এ অভিযানে মোট ৪৪ হাজার ৮৭৫ টি মামলা দেয়া হয়েছে। এ থেকে মোট আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।
এআর/জেইউ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা