ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দ্বন্দ্ব নিষ্পত্তির আগ পর্যন্ত রাজধানীতে হাট বসবে না

প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ইজাদারদের মধ্যকার দ্বন্দ্বের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজধানীতে পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল । সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পূর্ববর্তী আইন শৃঙ্খলা বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আইজিপি বলেন, ঈদুল আজহার হাটকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা না ঘটে তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও ঢাকা শহরে কোনো অবৈধ গরুর হাট বসবে না। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তার মধ্যে কেউ হাট বসাতে পারবে না বলেও জানান তিনি।

এছাড়া রাস্তায় কিংবা অন্য কোনো স্থানে অবৈধভাবে কোনো গরুর হাট বসবে না। গরুর হাট কেন্দ্রিক কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন আইজিপি।

তিনি বলেন, গরু ব্যবসায়ীদের বড় অংকের টাকা লেনদেনের জন্য পুলিশ সহযোগিতা করবে। এজন্য প্রত্যেক হাটে পুলিশ ক্যাম্প ও নিরাপত্তা ক্যাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনের পূর্বে আইজিপি আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভা করেন। সভায় ডিএমপি কমিশনার, দেশের সব রেঞ্জের ডিআইজি, ডিজিএফ আই এবং এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআর/জেইউ/এসকেডি/পিআর