ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদের দিন বৃষ্টি কেন বাবা?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৫ জুন ২০১৯

ছয় বছরের ছোট্ট শিশু তাহসান ঈদের নামাজ শেষ হওয়ার অনেকক্ষণ পরও মসজিদের ভেতর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বার বার বাসায় যাওয়ার জন্য তাগাদা দিচ্ছিল। আজিমপুর এলাকার দোতলা মসজিদের জানালা খুলে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখালে এবার ছোট্ট তাহসানের প্রশ্ন ঈদের দিন বৃষ্টি কেন বাবা? বৃষ্টি না থামলে ফুপির বাসায় যাব কীভাবে, ঈদি তো পাব না।

Eid-Rain

বুধবার ঈদের সকালে মুষলধারে বৃষ্টির কারণে ছোট বড় সবার ঈদের খুশি ফিকে হয়ে যায়। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ঈদের নামাজ শেষে অসংখ্য মুসল্লি মসজিদে আটকা পড়েন। সরেজমিন নিউমার্কেট, বেইলি রোড, শান্তিনগর, মতিঝিল ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি রাস্তায় জমে আছে। নিউমার্কেটের সামনে ভ্যান গাড়িতে চড়ে লোকজনকে পারাপার হতে দেখা যায়।

Eid-Rain

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ৯টার পরও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Eid-Rain

এমইউ/এনডিএস/পিআর

আরও পড়ুন