ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা স্পিকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৫ জুন ২০১৯

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিবৃতিতে স্পিকার মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি তার নির্বাচনী আসন ২৪ রংপুর-৬ আসনের সর্বস্তরের জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ রাত সোয়া ১১টার দিকে সংবাদ ব্রিফিং করে এ কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ঘণ্টা দুয়েক পরে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এইচএস/এমআরএম

আরও পড়ুন