ফের বৈঠকে বসেছে চাঁদ দেখা কমিটি
চাঁদ দেখা কমিটি ফের বৈঠকে বসেছে বলে জানিয়েছে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি রাত ১০টা ৪২ মিনিটে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, চাঁদ দেখা কমিটির সভায় রাত ৯টায় ঘোষণা দেয়া পর্যন্ত দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার সংবাদ আসতে থাকে।
তিনি আরও জানান, একাধিক জেলার ডিসিও চাঁদ দেখার সংবাদ জানালে কমিটি পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
তবে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বিস্তারিত আসছে...