ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে জামায়াতের সাবেক দুই এমপিসহ আটক ১৩

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সাবেক দুই এমপিসহ ১৩ নেতা কর্মীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ লাঠি ও ২০টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পল্লবী থানাধীন মিরপুরের সেকশন ১১ এর আলুপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন, খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার, রাজশাহীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক তাসলিম আলমসহ ১৩ নেতাকর্মী। পুলিশের দাবি তারা ওই এলাকায় ব্যাপক নাশকতার পরিকল্পনা করছিল।

ডিএমপি মিডিয়া সেন্টারের এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সোমবার দুপুরের পর পল্লবীর জামায়াত নেতা অধ্যাপক হারুনুর রশিদের বাসায় একটি বড় গোপন বৈঠক অনুষ্ঠিত হবে এমন খবর গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে ছিল। তাই সকাল থেকে ওই এলাকা নজরদারিতে রাখা হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা পুলিশ এবং পল্লবী থানা পুলিশের যৌথ অভিযানে সাবেক ২ এমপিসহ জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।

এসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা বিপুল পরিমাণ লাঠি ও ২০টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পল্লবী থানায় একটি বিস্ফোরক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জনান তিনি।

এ ব্যাপারে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জাগো নিউজকে বলেন, আটকের পর থেকে ওই এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, ভাংচুর করার চেষ্টা করছে। বেশ কয়েকটি হাতবোমা ও ককটেলও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জেইউ/এসকেডি/পিআর