সড়কে ভোগান্তির তথ্য জানাতে নিয়ন্ত্রণ কক্ষ
ঈদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চালু করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বনানীর বিআরটিএ সদর দফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি ৯ জুন পর্যন্ত চালু থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৪০৭৩৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।
সড়ক-মহাসড়কে যানজট, ভোগান্তি কিংবা যে কোনো জরুরি প্রয়োজনে বা বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়ার অভিযোগ জানাতে পারেন নিয়ন্ত্রণ কক্ষে।
আরএমএম/এমআরএম/পিআর