ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার বাইরে যাবে না চামড়ার ট্রাক

প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আযহার দিন থেকে পরের বেশ কয়েকদিন ঢাকার বাইরে কোন চামড়া বহনকারী ট্রাক যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজি) এ কে এম শহীদুল হক। সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল আযহার নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, চামড়া পাচারের আশংকায় ঈদের দিন থেকে পরের কয়েকদিন চামড়াবাহী কোন ট্রাক ঢাকার বাইরে যেতে দেয়া হবে না। তবে ঢাকার বাইরে ট্রাক থেকে ঢুকতে পারবে। ঢাকার ৬টি বাহির পথে পুলিশের কঠোর নজরদারি থাকবে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাতে চামড়া পাচার না হতে পারে সেজন্য পুলিশ কাজ করবে। পুলিশের মোবাইল টিমগুলোও এ কাজে নিয়োজিত থাকবে।

এআর/জেইউ/আরএস/এমএস